মুহাম্মাদ রুমান দেওয়ান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
সিদ্ধিরগঞ্জের গোদনাইলে অবস্থিত বিমানের জ্বালানি সরবরাহকারী ঢাকা বিভাগীয় ট্যাংকলরি মালিক সমিতি (জেড এ-১) আসন্ন হজ্ব ফ্লাইট মৌসুমে জ্বালানি পরিবহন ব্যবস্থায় বিশৃংখলার আশংকা করছে।
গতকাল শনিবার পদ্মা ওয়েল কোম্পানির গোদনাইল ডিপো এলাকায় এক সভায় মালিক সমিতি বিশৃংখলাকারীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে।
সভায় উপস্থিত ছিলেন অকিল উদ্দিন ভূঁইয়া, শেখ দেলোয়ার হোসেন, শরিফুজ্জাজ্জামান, নাসিরুল ইসলাম, মো. মোসলেম উদ্দিন, আবুল হোসেন মেম্বার, ইয়ার হোসেন ভূঁইয়া, মিজানুর রহমান, জাহিদ হোসেন,ফারুক ও সাইফুদ্দিন।
সমিতির সেক্রেটারী শেখ দেলোয়ার হোসেন জানান, পদ্মা ওয়েল কোম্পানির অধীনে নয় হাজার লিটার ধারন ক্ষমতার ১২৭টি ট্যাংকলরি ঢাকা বিমান বন্দর টার্মিনালে জ্বালানি তেল পরিবহনের কাজে নিয়োজিত। একদল ব্যবসায়ী পাঁচ লক্ষ টাকা জামানত দিয়ে বিশ হাজার লিটার ধারন ক্ষমতার ট্যাংকলরি চালুর পায়তারা করছে। এতে করে সাধারণ পরিবহন ব্যবসায়ী, ড্রাইভার ও শ্রমিকগণ ক্ষতি গ্রস্ত হবে।”
পদ্মা ওয়েল কোম্পানি লিমিটেডের চট্টগ্রামস্থ প্রধান কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক (অপারেশন্স) আসিফ মালিক জানান, কোম্পানির এ ধরনের কোন সিদ্ধান্ত হয়নি। তাই বিশৃংখলা হওয়ার সুযোগ নাই।”
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post