লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ডিজিটাল নিরাপত্তা আইন ও হত্যা মামলা হতে আজ সোমবার লালমনিরহাট জজ আদালত হতে জামিন পেয়েছে।
আজ সোমবার দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে স্থায়ী জামিনের আবেদন করে ছিল লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতে।
জানা গেছে, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ডিজিটাল নিরাপত্তা আইন ও শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর আলম হত্যা মামলার এজাহার নামীয় আসামি ছিলেন।
আদালতের বিচারক মোঃ মিজানুর রহমান তাকে স্থায়ী জামিন মন্জুর করেছেন। এই মামলা দু’টিতে চলতি বছরের ২৯ জানুয়ারি উচ্চ আদালত আট সপ্তাহের অন্তর্বতীকালীন জামিন দিয়ে ছিল বিএনপি নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু কে।
আদালত সূত্রে জানা গেছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে সাবেক উপমন্ত্রী দুলু কটুক্তি করে বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ছিল। এ বক্তব্য নিয়ে ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর লালমনিরহাট সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু কে আসামী করে মামলা দায়ের হয়। মামলার বাদি হয় লালমনিরহাটের আইনজীবী মোঃ রাকিবুল ইসলাম খান।
অন্য মামলাটি একই সালের ২৯ অক্টোবর বিএনপির ডাকা হরতালের দিন আওয়ামী লীগ শান্তি সমাবেশ ডাকে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্র নগর বাজারে। সেদিন আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে মহেন্দ্র নগরে রক্তাক্ত সংঘর্ষ হয়। এ সময় শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর আলম প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়। এ হত্যার ঘটনায় পহেলা নভেম্বর লালমনিরহাট সদর থানায় নিহত শ্রমিক লীগ নেতার সহকর্মী আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম খান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। এ হত্যা মামলায় বিএনপি নেতা আসাদুল হাবিব দুলুকে এক নম্বর আসামিসহ বিএনপি, সহযোগী ও অঙ্গ সংগঠনের ৮১ জনের নাম পরিচয় উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০০/৪০০ জনকে আসামি করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post