নিজস্ব প্রতিবেদক : ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থা, কুষ্টিয়া এর উদ্যোগে প্রতি বছর এর ন্যায় এবারো পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে গরীব, দুঃস্থ, অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ, ঈদ সামগ্রী প্রদান, চাউল, ডাউল, তৈল, চিনি, সেমাই বিতরণ করা হয়।
শনিবার ৬ এপ্রিল-২০২৪ রোজ শরিবার সকাল ১০ টায় ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিতরণ করেন অত্র সংস্থার সম্মাণিত উপদেষ্ঠা ও ইসলামি বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ ও ইসলামিক শিক্ষা বিভাগের প্রফেসর ডঃ মোঃ গোলাম মাওলা। সংস্থার সভাপতি মোঃ ইব্রাহিম খলিল এর ব্যবস্থাপনায় এই বিতরণ কাজে সহযোগীতা করেন মডেল মসজিদের খতিব হাফেজ মাওঃ মোঃ মাহবুবুর রহমান।
মোট ৭০ জনের মধ্যে বিতরণ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সেক্রেটারী মোঃ ফারুক হোসেন বিশ্বাস, নির্বাহী সদস্য মোঃ মহিতুল ইসলাম। ১০ জনকে ৫০০ টাকা হারে ১০,০০০/= টাকা, ১৫ জনকে ৩০০/= টাকা হারে ৪,৫০০/= টাকা, ২০ জন রিক্সা শ্রমিককে চিনি ও সেমাই এর প্যাকেট প্রদান, মোল্লাতেঘরীয়া খাল বস্তিতে ১০ জন মহিলাকে চাউল, ডাউল, তেল ইত্যাদির প্যাকেট প্রদান, একজনকে দু’টি লুঙ্গী, একজনকে পাঞ্জাবী পায়জামা প্রদান, একজনকে তার ব্যক্তিগত ঋণ পরিশোধের জন্য যাকাত ফান্ড থেকে নগদ অর্থ প্রদান করা হয়।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৬ এপ্রিল ২০২৪

Discussion about this post