নিজস্ব প্রতিবেদক : র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে ০১ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ জামিরুল ইসলাম (৪০) গ্রেফতার করা হয়েছে ।
এরই ধারাবাহিকতায় ০৬ এপ্রিল ২০২৪ তারিখে রাত ১২.৩০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন আদবাড়ীয়া ইউনিয়নের নিমতলা বাজার এলাকা’’ হতে মেহেরপুর জেলার গাংনী থানার জিআর-১৪১/২০১৪, ধারা-১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ (১) টেবিলের ৭ (ক) এর ০১ বছরের কারাদন্ড ও ১,০০০/- টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ জামিরুল ইসলাম (৪০), পিতা-মোঃ শামসুল হক, সাং-ধর্মদহ, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে আত্মগোপনে অবস্থান করাকালে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৬ এপ্রিল ২০২৪

Discussion about this post