তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেলসহ ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৫ই এপ্রিল) রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশের সুত্রের বরাতে জানা যায়, শুক্রবার (৫ই এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৯টায় এসআই/ খায়রুল বাশার অভিযান চালিয়ে মৌলভীবাজার শহরের ঢাকা বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে রাজনগর থানার মামলা নং-০৪(০৪)২০২৪ (দোকান চুরি) মামলার আসামী মোঃ শিপন মিয়াকে গ্রেপ্তার করেন। এসময় দোকান চুরির নগদ ৬১,৪২৪/- টাকা গ্রেপ্তারকৃত আসামির নিকট থেকে উদ্ধার করেন।
গ্রেপ্তারকৃত মোঃ শিপন মিয়া, হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার, চতুরঙ্গ রায়েরপাড়া গ্রামের মোঃ ইব্রাহীম মিয়ার ছেলে। অন্য আরেকটি অভিযানে শুক্রবার (৫ই এপ্রিল) দিবাগত রাত ৩টা ১৫ মিনিটের দিকে এসআই/ সওকত মাসুদ ভূইয়া ও এসআই/সুলেমান আহমদ সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি দল মৌলভীবাজার সদর উপজেলার জুগিডর এলাকায় অভিযান চালিয়ে রাজনগর থানার মামলা নং-০৫(০৪)২০২৪ (মোটরসাইকেল) চুরি মামলার আসামী অজয় দাস ও সাইদুর রহমানদের’কে গ্রেপ্তার করেন। এসময় তাদের হেফাজত হইতে বাদীর চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করেন। গ্রেপ্তারকৃত আসামীগন হলেন, অজয় দাস মৌলভীবাজার সদর উপজেলার ০৮ নং কনকপুর ইউনিয়নের দুলিয়া গ্রামের আবুল দাসের ছেলে এবং সাইদুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলার ১২ নং গিয়াসনগর ইউনিয়নের ফাজিলপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে।
তাছাড়াও অন্য আরেকটি অভিযানে শনিবার ( ৬ এপ্রিল) হরিহরপুর এলাকায় অভিযান পরিচালনা করে। মামলা নং-০৬(৪)২০২৪খ্রিঃ এর এজাহারনামীয় আসামি মুহিদ মিয়াকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত, মুহিদ মিয়া রাজনগর উপজেলার ৬ নং টেংরা ইউনিয়নের, একামধু গ্রামের মৃত জানু মিয়ার ছেলে।
রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুছ ছালেক জানান, রাজনগর থানার ৩টি টিমের পৃথক অভিযানে গ্রেপ্তারকৃত ৪ আসামিকে রোববার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post