নিজস্ব প্রতিনিধি( যশোর )
যশোরের শিল্পনগরী অভয়নগরে ভৈরব নদে এমভি সাকিব বিভা-২ নামে কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে।
নওয়াপাড়া নদীবন্দর এলাকার নোনাঘাট নামক স্থানে জাহাজের তলা ফেটে এ দুর্ঘটনা ঘটে।
ডুবে যাওয়ার সময় জাহাজে প্রায় ৬৮৫ মেট্রিক টন কয়লা ছিল। যার মূল্য প্রায় এক কোটি ১৫ লাখ টাকা।জেএইচএম গ্রুপ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ইন্দোনেশিয়া থেকে ওই কয়লা আমদানি করে অভয়নগরের নওয়াপাড়া নদীবন্দর এলাকায় এনেছিল।
আমদানিকারক প্রতিষ্ঠান সূত্র জানায়, ইন্দোনেশিয়া থেকে একটি মাদার ভেসেলে কয়লা আমদানি করে মোংলা বন্দরের হাড়বাড়িয়া পয়েন্টে রাখা হয়। মাদার ভেসেল থেকে এমভি সাকিব বিভা-২ নামের একটি কার্গো জাহাজে ৬৮৫ মেট্রিক টন কয়লাবোঝাই করা হয়। গত শুক্রবার অভয়নগরের নওয়াপাড়া নদীবন্দরের উদ্দেশ্যে জাহাজটি যাত্রা করে।
এমভি সাকিব বিভা-২ জাহাজের মাস্টার বিল্লাল হোসেন বলেন, শনিবার মধ্যরাতে জাহাজ ঘোরানোর সময় নদের মাটির সঙ্গে তলদেশ আঘাতপ্রাপ্ত হয়। এতে জাহাজের তলা ফেটে যায়।সকালে নদীতে ভাটা থাকায় পানি ধীরে ধীরে ঢুকতে শুরু করে। ৬৮৫ মেট্রিক টন কয়লার বাজার মূল্য সম্পর্কে তিনি বলেন, জাহাজে আনুমানিক এক কোটি ১৫ লাখ টাকার কয়লা রয়েছে।
কয়লা আমদানিকারক প্রতিষ্ঠান জেএইচএম গ্রুপের নওয়াপাড়া অফিসের লজিস্টিক ম্যানেজার রাহুল দেব জানান, কয়লা উদ্ধারের প্রক্রিয়া শুরু করা হবে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত ক্ষতির পরিমাণ বোঝা যাবে না।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post