মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীতে পদ্মায় গোসল করতে নেমে তিন কিশোরের মৃত্যু হয়েছে।
রাজশাহীর পবা উপজেলার চরশ্যামপুর এলাকায় মঙ্গলবার ( ২৩ এপ্রিল) পদ্মা নদীতে গোসল করতে নেমে ওই তিন কিশোরের মৃত্যু হয়। নিহত তিনজনের বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে।
নিহতরা হলো, কাঁটাখালি পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাখরাবাজ দক্ষিণপাড়ার রেন্টুর ছেলে যুবরাজ (১২), নুর ইসলামের ছেলে নুরুজ্জামান (১৪) ও লিটনের ছেলে আরিফ (১৪)। তারা তিনজনই মাদ্রাসার ছাত্র।
জানা যায়. ওরা সাতজন বেলা ১ টার দিকে একসঙ্গে পদ্মায় নেমেছিল গোসল করতে। তাদের মধ্যে যুবরাজ নামে এক কিশোর পদ্মার পানিতে ডুবে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে আরও দুই কিশোর নিখোঁজ হয়। নিখোঁজ ওই দুই কিশোরের একজন নুরুজ্জামান অন্যজন আরিফ। বেলা পৌনে ৩টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে।
রাজশাহী সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা বলেন, এক সঙ্গে সাতজন গোসলে নামলে যুবরাজ ডুবে যায়। তাকে উদ্ধারে গিয়ে নুরুজ্জামান ও আরিফ ডুবে গিয়ে নিখোঁজ হয়।
তিনি বলেন, দেড়টার দিকে আমারা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে ডুবুরি দল ওই এলাকায় তল্লাশী চালায়।
এরপর ২টা থেকে পৌনে ৩টার মধ্যে এক এক করে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়।
এর আগে গত রোববার রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়। মৃতরা হলেন, নগরীর সায়েরগাছা এলাকার বাবু হোসেনের ছেলে বাপ্পি এবং একই এলাকার শাহিন হোসেনের ছেলে মনির হোসেন। বাপ্পি রাজশাহী কোর্ট একাডেমি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। আর মনির থাই মিস্ত্রি।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post