সিলেট অফিস : আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দক্ষিণ সুরমা উপজেলায় প্রতিক বরাদ্দ করেছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার দুপুরে জেলা নির্বাচন অফিস থেকে প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতিক বরাদ্দ দেয়া হয়।
দক্ষিণ সুরমা উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দক্ষিণ সুরমায় চেয়ারম্যান পদে মো. মইনুল ইসলাম (আনারস), মোহাম্মদ জুয়েল আহমদ (ঘোড়া), মো, বদরুল ইসলাম (টেলিফোন), মোঃ শামীম আহমদ (মোটর সাইকেল) ও মো. সাহেদ মোশারফকে (কাপপিরিছ) প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৩ এপ্রিল ২০২৪

Discussion about this post