ভেড়ামারা প্রতিনিধি :: অ্যাকশন ফর হিউম্যান ডেভেলপমেন্ট অরগানাইজেশন “এ্যাডো ” কর্তৃক আয়োজিত পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহায়তায় ভেড়ামারার জুনিয়াদহ ইউনিয়নে সমৃদ্ধি কর্মসুচি (স্বাস্থ্যসেবা, পুষ্টি ও শিক্ষা কার্যক্রম) বাস্তবায়িত হয়ে আসছে।
অত্র ইউনিউনের ১৫ টি গ্রামে ৯৪১৯ টি খানায় ৪২৬১৯ জন লোক বসবাস করে। বর্তমানে এই ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য সেবার মাধ্যমে বিভিন্ন ধরনের রোগের সুচিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা গ্রাম্য জনগোষ্ঠির উন্নত চিকিৎসার জন্য বিশেষ ফ্রি স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়। প্রতি বছরের ন্যায় এ বছরেও গতকাল ২৭ এপ্রিল ২০২৪ রোজ শনিবার সকাল সাড়ে ৯ টায় কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইইনিউয়নের পরানখালী গ্রামে এ্যাডো স্ট্যাটিক ক্লিনিকে ফ্রি মেডিকেল ক্যাম্প (মেডিসিন ও চক্ষু) আয়োজন করা হয়।
উক্ত স্বাস্থ্য ক্যাম্প উদ্বোধন করেন, এ্যাডো সংস্থার সহকারী পরিচালক জাহিদুন নাজিম জাকি এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাজী মোঃ আব্দুল মতিন, সাবেক প্রধান শিক্ষক সরকারী প্রাথমিক বিদ্যালয় পরানখালী, ভেড়ামারা, কুষ্টিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং চিকিৎসা সেবা গ্রহনকারীগণ। কর্মসুচির সমন্বয়কারী তারেক আহম্মেদ তার স্বাগত বক্তব্যে সমৃদ্ধি কর্মসুচির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
তিনি বলেন, স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রম (বিনা মূল্যের ছানি অপারেশন, ঔষধ বিতরণ, ডায়াবেটিক পরীক্ষা, সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্য সচেতন মূলক সভা, স্ট্যাটিক ক্লিনিকের মাধ্যমে সাধারন রোগের সেবা, স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে জটিল রোগের সেবা, স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে অধিকতর জটিল ও কঠিন রোগের সেবা ও পরামর্শ দেওয়া) শিক্ষা সহায়তা কার্যক্রম, ব্যাসিক স্যানিটেশন, যুব উন্নয়ন, ভিক্ষুক পুণর্বাসন, সমৃদ্ধ বাড়ি নির্মান, বিশেষ সঞ্চয় কার্যক্রম, প্রবীণ কর্মসুচি ( হুইল চেয়ার, শীতকালীন বস্ত্র, লাঠি, ছাতা, কডোড চেয়ার, বয়স্ক ভাতা, চিকিৎসা ইত্যাদি) বিনা মুল্যে প্রদান করে থাকি। আমাদের এই সেবা গুলো অত্র ইউনিউনের প্রত্যেকটি পরিবারের কাছে পৌছানোর জন্য আমাদের সমৃদ্ধি টিম নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। উপস্থিত জনগন সংস্থার গৃহীত বিভিন্ন কার্যক্রমের প্রসংশা করেন৷ অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন, সমৃদ্ধি কর্মসুচির সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, সমৃদ্ধি কর্মসূচির ইউনিয়ন সমন্বয়কারী তারেক আহম্মেদ ও তার টিম। উক্ত ক্যাম্পে রোগী দেখেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ কাজী নাজমুল হক শাওন, এম.বি.বি.এস, বি.সি.এস (স্বাস্থ্য), এফ.সি.পি.এস (মেডিসিন) এবং চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাঃ এফ.আই.এম শফিক-উল হক, আগা ইউসুফ চক্ষু হাসপাতাল, কুষ্টিয়া। উপস্থিত ডাক্তারদ্বয়ের সহযোগিতায় পরানখালী স্ট্যাটিক ক্লিনিক প্রাঙ্গনে “ফ্রি স্বাস্থ্য ক্যাম্প” এর (মেডিসিন ও চক্ষু) আয়োজন করা হয়। উক্ত ক্যাম্পে ইউনিয়নের দরিদ্র নিপীড়িত ৮৪ জন মেডিসিন এবং ৭৪ জন চক্ষু, মোট ১৫৮ জন রোগীর রোগ নির্ণয়, প্রেসক্রাইব ও সুপরামর্শ প্রদান করা হয়।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৭ এপ্রিল ২০২৪

Discussion about this post