মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে দ্বিতীয় বারের মতো দিনব্যাপী সায়েন্স স্কোয়াডের আয়োজনে ফিজিক্স অলিম্পিয়াড ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টার সময় বিআর লাইসিয়াম স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত এ অলিম্পিয়াডে প্রধান অতিথী ছিলেন গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলী।
বিআর লাইসিয়াম স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নুরজাহান বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গাংনী সরকারী ডিগ্রী কলেজ অধ্যক্ষ মনিরুল ইসলাম, গাংনী মহিলা কলেজের অধ্যক্ষ খোরশেদ আলী, সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান ও গাংনী প্রেসক্লাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা।
দিনব্যাপী ফিজিক্স অলিম্পিয়াডে চারশত জন শিক্ষার্থী অংশগ্রহন করেন । অনুষ্ঠানে শেষে অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ। অনুষ্ঠানে ক্যাটাগরি এ ৬ষ্ঠ থেকে ৮ম ক্যাটাগরি বি ৯ম থেকে ১০ম এবং ক্যাটাগরি সি একাদশ থেকে দ্বাদশ এ পুরষ্কার ও সনদ প্রদান করা হয়।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৭ এপ্রিল ২০২৪

Discussion about this post