নিজস্ব প্রতিনিধি। কুষ্টিয়া সদর উপজেলার হরিপুরে মোবাইল চুরির অপবাদ দিয়ে দুই যুবককে বেধরক মারপিট ও ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে ৷
গত (১৯শে এপ্রিল) বৃহস্পতিবার রাত ৯ টার সময় হরিপুর ফারাজী পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আহত জয় (২২) হরিপুর ফারাজী পাড়ার খোকনের ছেলে ও প্রান্ত (২৩) একই এলাকার হাবিবুর রহমান হ্যাপির ছেলে। আহত প্রান্তর বাবা হাবিবুর রহমান হ্যাপি জানান,হরিপুরে গত ২৭ রোজা রাতে শামীম মাস্টার ইত্তেকাফে ছিল সাথে জয় ও
ছিল। সেই সময় শামীম মাস্টারের মোবাইল ফোনটি চুরি হয়ে যায়। এরপর থেকে শামীম মাস্টার বিভিন্ন জনাকে বিভিন্নভাবে দোষারোপ করে। এরপর তিনি থানায় একটি জিডি ও করে ৷করার পরে গত ১৯ শে এপ্রিল বৃহস্পতিবার আনুমানিক রাত নয়টার দিকে অভি স্টোর শামীম মাস্টারের আপন চাচাতো ভাইয়ের দোকানে জয় বসেছিল।
হঠাৎ কিছু নাবলে জয়ের উপর হাসুয়া বাটাম বাশ দিয়ে অতর্কিত হামলা চালায় হরিপুর এলাকার মৃত সোহরাব উদ্দিনের ছেলে শামিম হোসেন (৪০), আরেক ছেলে শাহিন (৪৩), তুহিন (৪১), একই এলাকার শাহিনের ছেলে প্রিন্স (২৩), মৃত আলাউদ্দিন ওরফে শুকরিয়ার ছেলে মনিরুল (৪৮) এলোপাতারি কোপ ও বাটাম বাশ দিয়ে আঘাত করতে থাকে জয় এবং প্রান্ত কে। স্থানীয় লোকজন এসে দুইজনকে গুরুত্বর আহত অবস্থায় উদ্বার করে প্রথমে হরিপুর বাজারে নিয়ে যায় এবং পরে হাসপাতালে ভর্তি করে ৷
পরবর্তিতে থানাতে মামলা দিতে গেলে থানা থেকে বলা হয় কোর্টে মামলা করতে বিষয়টি নিয়ে আহত প্রান্ত মা মোছাঃ ইনছানা খাতুন কাকলী বাদী হয়ে কুষ্টিয়ার বিজ্ঞ সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে আসামীদের বিরুদ্ধে সি, আর- ৫৬৭/২০২৪ ধারা ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩৭৯/৩০৭/১১৪/৫০৬/দঃ বি ৷ একটি মামলা দায়ের করেছেন। মামলাটি কুষ্টিয়া মডেল থানা পুলিশকে তদন্ত পূর্বক আইনগত ব্যাবস্থাগ্রহন করার নির্দেশ দিয়েছেন আদালত।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৭ এপ্রিল ২০২৪

Discussion about this post