মোহাম্মদ সোহেল, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে চারতলা ভবনে নির্মাণ কাজ করতে গিয়ে বাবুল মিঞা (বাবু) ( ৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে ভূঞাপুরের পৌর এলাকা ফসলান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবু উপজেলার মাইজবাড়ি গ্রামের গুটু মিয়ার ছেলে।
স্থানীয়রা যানাযায়, এই ভবনে নির্মাণ করলেও কোনো প্রকার নিরাপত্তা বেষ্টনী ব্যবহার না করেই চারতলা পর্যন্ত ভবন নির্মাণ করছে।
আজ দুপুরে শ্রমিকরা চারতলার পূর্ব অংশের সেন্টারিং খুলতে গেলে পা ফসকে নিচে পড়ে যায়। তাকে আহত অবস্থায় ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
খবর পেয়ে ভবনের মালিক জুয়েল মিয়া স্থানীয় থানা পুলিশকে না জানিয়ে লাশ হাসপাতাল থেকে নিহতের গ্রামের বাড়ি মাইজবাড়ি নিয়ে যায়। পরে ভুক্তভোগীদের ক্ষতি পুরণের আশ্বাস দিয়ে লাশ দাফনের ব্যবস্থা করা হয়।
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ জানান, এসব ব্যাপারে আমার কিছু জানা নাই।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post