চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলীতে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি আবু সিদ্দিক (৪২) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গত রাতে বাঁশখালী উপজেলার তৈলারদ্বীপ ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন।
গ্রেপ্তার আবু সিদ্দিক কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের (১ নং ওয়ার্ড) দ্বীপকালার মোড়ল এলাকার মৃত আবুল হাসিব এর ছেলে।
পুলিশ সূত্র জানায়, গত ২৯ এপ্রিল রাত ১ টা ৫০ মিনিটের কর্ণফুলী থানার এসআই (নিঃ) মোবারক হোসেন ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালীর তৈলারদ্বীপ ব্রীজের নিচে নদীর মাঝখান থেকে ৫ বছরের সাজা আবু সিদ্দিক (৪২) কে গ্রেপ্তার করেন। তিনি সাজা মাথায় নিয়ে ৫ বছর নদীতে লুকিয়ে ছিলেন।
কর্ণফুলী উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, ‘পাঁচ সাজা মাথায় নিয়ে পলাতক থাকা আসামি সিদ্দিক গতরাতে কর্ণফুলী থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post