নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার জেলা প্রশাসক ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো: এহেতেশাম রেজার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সদ্য যোগদানকৃত প্রধান শিক্ষক শামীমা আক্তার জাহান।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে ফুলেল শুভেচ্ছা জানান তিনি।
এসময় তীব্র গরমে জনজীবনে অস্বস্তি নেমে আসায় শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে সরকারি নির্দেশনা মেনে চলা এবং শিক্ষার্থীদের শারিরীক সুস্থতার বিষয়ে নজর দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার প্রতি আহবান জানানো হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজানুর রহমান, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতীম শীলসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাদিরা খানম, সাইদুল ইসলাম, সোহরাব হোসেন প্রমুখ।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৩০ এপ্রিল ২০২৪

Discussion about this post