মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে মো. ভুট্টু (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ মে) সকাল ১০টার দিকে নগরীর ডিঙ্গাডোবা মোজাম্মেলের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ ভুট্টু নগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ জামালের মোড় এলাকার মো. মন্টুর ছেলে।
রাজশাহী রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনটি মোজাম্মেলের মোড়ে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, নিহত যুবক নেশাগ্রস্ত ছিলেন। ট্রেন আসতে দেখে তিনি রেললাইনের উপর শুয়ে পড়েছিলেন। দুর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ময়নাতদন্ত হলে আরও বিস্তারিত জানা যাবে।
এসআই মেহেদী হাসান আরো বলেন, এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post