তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ সিলেট বিভাগের শ্রেষ্ঠ গার্ল গাইডস শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লুৎফুন নাহার বেগম।
গত রোববার (১২ই মে) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
তার আগে শিক্ষক লুৎফুন নাহার বেগম গত ৫ই মে মৌলভীবাজার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত করে ঘোষণা করা হয়েছিল।
উদ্যোগী শিক্ষক লুৎফুন নাহার বেগম উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ১৯৮৮ সালে মৌলভীবাজারের কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। পরে ১৯৯৬ সাল থেকে তিনি গার্ল গাইডস এর সাথে জড়িত হন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post