বেনাপোল প্রতিনিধিঃ ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন উপলক্ষে ভ্রমন ভিসার যাত্রী যাতায়াত তিনদিন বন্ধ রেখেছে ভারতীয় কর্তৃপক্ষ।
আজ শনিবার (১৮ মে) সকাল থেকে নির্বাচনের দিন ২০ মে সন্ধ্যা পর্যন্ত ভ্রমন ভিসার পাসপোর্টধারী যাত্রীদের ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
এসংক্রান্ত একটি নির্দেশনার চিঠি গতকাল বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কর্তৃপক্ষকে দিয়েছেন ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
তবে জরুরী চিকিৎসার জন্য বাংলাদেশী পাসপোর্টধারী রোগীরা মেডিকেল ভিসায় ভারতে প্রবেশ করতে পারছেন।
এদিকে বাংলাদেশের যশোরের শার্শা উপজেলা পরিষদ নির্বাচন, ভারতের পশ্চিমবঙ্গে লোকসভার ভোট ও বৌদ্ধপূর্নিমার কারণে দুই দেশের বন্দরে আমদানি রফতানি বানিজ্য বন্ধ রেখেছে বেনাপোল-পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ।
বেনাপোল ইমিগ্রেশনের পুলিশ পরিদর্শক ওমর ফারুক মজুমদার বলেন, ভারতের পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনের কারনে আজ শনিবার সকাল থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশ হতে ভ্রমন ভিসার(ট্যুরিস্ট ভিসা) পাসপোর্টধারী যাত্রী যাতায়াত বন্ধ থাকবে। তবে মেডিকেল ভিসার যাত্রী এবং তার সহযোগী মেডিকেল এ্যাটেন্ডেন্ট যাত্রী চলাচল করতে পারবেন এবং ভারতীয় পাসপোর্ট যাত্রী যারা বাংলাদেশে অবস্থান করছেন তারা ভারতে ফিরে যেতে পারবেন। ২১ মে সকাল থেকে আবারো দুই দেশের মধ্য সব ধরনের ভিসাধারী পাসপোর্ট যাত্রী স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post