দৌলতপুর প্রতিনিধি : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কুষ্টিয়ার দৌলতপুরে মঙ্গলবার সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
তবে নিরুত্তাপ ভোটের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল কম। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি ও কুষ্টিয়া-১ আসনের এমপি রেজাউল হক চৌধুরীর ছোটভাই বুলবুল আহমেদ টোকেন চৌধুরী আনারস প্রতীক নিয়ে ৯৭ হাজার ২৮৯ ভোট পেয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্ব›িদ্ব আনিসুর রহমান ঘোড়া প্রতীক নিয়ে মাত্র ৫ হাজর ৩৭৬ ভোট পেয়ে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।
ভাইস চেয়ারম্যান প্রার্থী দৌলতপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের ছোট ভাই কামরুজ্জামান কামরুল টিউবয়েল প্রতীক নিয়ে ৪৫ হাজার ৫৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব জাহেরুল ইসলাম তালা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪৩ হাজার ৫৯ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ইকফাত আরা জলি কবিরাজ কলস প্রতীক নিয়ে ৫০ হাজার ১৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব সোনালী খাতুন আলেয়া হাস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩১ হাজার ১০ ভোট।
এদিকে দৌলতপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থীরা আনন্দ জোয়ারে ভাসছেন। গতকাল বুধবার সকাল থেকেই নেতা-কর্মী ও ভোটাররা বিজয়ী প্রার্থীদের বাড়ি গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন এবং করিয়েছেন মিষ্টিমুখ। কেউ প্রার্থীদের সাথে সেলফি তুলে আনন্দঘন মুহুর্তটি ধারণ করেছেন। আনন্দ শোভাযাত্রা নিষিদ্ধ থাকায় শত শত নেতা-কর্মী ও সমর্থকরা বিজয়ী প্রার্থীদের বাড়িতে অবস্থান নিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভোটের টুকি টাকি অভিযোগ অনুযোগ সেরে নিয়েছেন। তবে বিজয়ী প্রার্থীরা তা আমলে না নিয়ে সকলকে শান্ত থাকার আহŸান জানিয়েছেন। কোন ধরণের বিশৃঙ্খলা না করারও নির্দেশনা দিয়েছেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২২ মে ২০২৪
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post