মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
দুই দেশের কুটনৈতিক তৎপরতায় এমপি আনোয়ারুল আজিমের খুনিরা ধরা পরবে বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সমাজ কল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি।
তিনি আজ বৃহস্পতিবার (২৩ মে) টাঙ্গাইলের মির্জাপুরে শহীদ দানবীর রণদা প্রসাদ সাহার আর্তমানবতার সেবায় প্রতিষ্ঠিত কুমুদিনী হাসপাতালে (কুমুদিনী কমপ্লেক্স) আন্তর্জাতিক ক্যান্সার ও প্যালিয়েটিভ সেবা সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন এবং সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন।
তিনি বলেন, আনোয়ারুল আজম ছিলেন ঝিনাইদহ-৪ আসনের অত্যান্ত জনপ্রিয় একজন এমপি এবং উপজেলা আওয়ামীলীগের নেতা। একটি সন্ত্রাসী গোষ্টি নানা কৌশলে আমাদের বন্ধু প্রতিম দেশ ভারতে নিয়ে আনোয়ারুল আজিমকে নির্মম ভাবে খুন করেছে যা মেনে নেওয়া যায় না। একজন জনপ্রিয় এমপির এভাবে খুন হওয়া খুবই কষ্ট ও বেদনা দায়ক। আমরা খুবই মর্মাহত।
তিনি আরো বলেন, খুনিদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে। প্রধানমন্ত্রী আমাদের অভিভাবক শেখ হাসিনা নিজে বিষয়টি দেখছেন এবং তার পরিবারকে সার্বিক সহেযাগিতার ঘোষনা দিয়েছেন।
কুমুদিনী হাসপাতালে (কুমুদিনী কমপ্লেক্স) উৎসব মুখর পরিবেশে এই সম্মেলনে দেশী বিদেশী বিশেষজ্ঞদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ^বিদ্যালয়, সিমন বিশ্বদ্যিালয় ও ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের ক্যান্সার থেরাপি ও প্যালিয়েটিভ সেবা বিষয়ক বিশেষজ্ঞরা অংশ নিয়ে ছিলেন।
আজ বৃহস্পতিবার (২৩ মে) সকালে সমাজ কল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি কুমুদিনী তিনি আজ বৃহস্পতিবার (২৩ মে) টাঙ্গাইলের মির্জাপুরে শহীদ দানবীর রণদা প্রসাদ সাহার আর্তমানবতার সেবায় প্রতিষ্ঠিত কুমুদিনী হাসপাতালে (কুমুদিনী কমপ্লেক্স) আন্তর্জাতিক ক্যান্সার ও প্যালিয়েটিভ সেবা সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন এবং সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন।
তিনি কুমুদিনী কমপ্লেক্স বিভিন্ন সেবাধর্মী প্রতিষ্ঠান ঘুরে দেখেন। পরিদর্শনের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে ডা. দীপু মনি বলেন, সারা দেশে একটি চক্র প্রতারনার মাধ্যমে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধিসহ মুক্তিযোদ্ধোদের ভাতার টাকা হ্যাক করে নিয়ে যাচ্ছে। এ বিষয়ে মন্ত্রনালয় এবং সরকার কাজ করছেন। অচিরেই এ সমস্যার সমাধান হবে। পরিদর্শনের পর দুপুরে তিনি কুমুদিনী কমপ্লেক্সের ভারতেশ্বরী হোমসের প্রিন্সিপাল প্রতিভা মুৎসুদ্দি মিলনায়তনে সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন।
মন্ত্রীর সম্মানে ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের এায়াজন করে।এর আগে গতকাল বুধবার (২২ মে) প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সম্মেলনের উদ্ধোধন করে ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের সচিব মো. আজিজুর রহমান, একই মন্ত্রনালয়ের ডিজি মো. টিটু মিয়া।
অনুষ্ঠানের চেয়ারপার্সন ছিলেন কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল বিডি লি. এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শ্রী রাজিব প্রসাদ সাহা। মন্ত্রী-প্রতিমন্ত্রী ও অতিথিবৃন্দ কুমুদিনী কমপ্লেক্সের বিভিন্ন সেবাধর্মী প্রতিষ্ঠান ঘুরে দেখেন এবং সেবার মান দেখে সন্তোষ প্রকাশ করেন।
দুই দিন ব্যাপি অনুষ্ঠানে পাট ও বস্ত্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদয়ি স্তায়ী কমিটির সদস্য খান আহমেদ মুভ এমপি, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল বিডি লি. এর শিক্ষা পরিচালক ও সাবেক পিন্সিপাল প্রতিভা মুৎসুদ্দি, পরিচালক শ্রীমতি সাহা, মহাবীরপতি, পরিচালক সম্পা সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, এজিএম (অপারেশন) অনিমেশ ভৌমিক লিটন, কুমুদিনী নার্সিং কলেজের প্রিন্সিপাল সিস্টার রীনা ক্রুস, মেট্রন সিস্টার দিপালী পেরেরা, ভাইস প্রিন্পিাল সিস্টার শেফালী সরকার, ভারতেশ^রী হোমসের প্রিন্সিপার মন্দিরা চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্বদ্যিালয়ের সাবেক ভিসি অদ্যাপক ডা. কামরুল হাসান, এবং মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে কুমুদিনী হাসপাতালে পরিচালক ডা. প্রদীপ কুমার রায় ও এজিএম অনিমেশ ভৌমিক লিটন বলেন, দুই দিন ব্যাপি সম্মেলনে একটি প্ল্যাটফর্ম তৈরীর মাধ্যমে ক্যান্সার ও প্যালিয়েটিভ সেবা বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করে কুমুদিনী হাসপাতালে (কুমুদিনী কমপ্লেক্স) মমতাময়ী কুমুদিনী নামের একটি প্রকল্প চালু করা হয়েছে। মির্জাপুর উপজেলার সাধারণ জনগনকে সম্প্রক্ত করে তিনটি ইউনিয়নে কাজটি শুরু করা হবে। দুই দিন ব্যাপি এই সম্মেলনে দেশী-বিদেশী পপাঁচ শতাধিক চিকিৎসক অংশ গ্রহণ করেছিলেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post