এবিএম মূসা সেতারা মূসা ফাউন্ডেশন কতৃক ঘোষিত এবিএম মূসা ক্রীড়া সাংবাদিক পুরষ্কারের প্রতিবেদন জমা দেয়ার সময় আগামী ৬জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
এবিএম মূসা ক্রীড়া সাংবাদিক পুরষ্কারের জন্য ২০২৩ সালের ১ জানুয়ারী ২০২৩ থেকে ৩১ডিসেম্বর ২০২৩ সালে প্রকাশিত/সম্প্রচারিত প্রতিবেদন পুরষ্কারের জন্য বিবেচিত হবে। যে প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় জমাকৃত প্রতিবেদন প্রকাশিত/সম্প্রচারিত হয়েছে সে প্রতিষ্ঠান থেকে প্রত্যয়ন পত্র প্রতিবেদনের সাথে জমা দিতে হবে।
◦ প্রতিবেদন জমা দেওয়ার ঠিকানা:সুবাস্তু রিমঝিম,৫/২ইকবাল রোড,মোহাম্মদপুর,ঢাকা ১২০৭।ইমেইলেও প্রতিবেদন পাঠানো যাবে।ইমেইল:sultanajhuma@gmail.com
-প্রেস বিজ্ঞপ্তি

Discussion about this post