মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি ০৫ জুন , ২০২৪
শাহীতে জেএফএ অনূর্ধ্ব -১৪ নারী ফুটবলে জয় পেয়েছে দিনাজপুর ও চাঁপাইনবাবগঞ্জ জেলা। মঙ্গলবার (৪ জুন) রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে বন্যার হ্যাটট্রিকে দিনাজপুর জেলা ৭-৫ গোলে মাগুরা জেলাকে এবং দ্বিতীয় ম্যাচে চাঁপাইনবাবগঞ্জ জেলা ৩-১ গোলে ময়মনসিংহ জেলাকে পরাজিত করে।
দিনাজপুরের বন্যা হ্যাটট্রিকসহ একাই করে চার গোল। জবা গোল করে ২টি এবং প্রিয়াংকা ১টি। মাগুরার মিশুরাণী ২টি এবং ইশিতা বাড়ই,তৃষ্ণা মন্ডল ও ফারজানা একটি করে গোল করে।
চাঁপাইনবাবগঞ্জের শ্রীমতি বিপাশা ২ টি ও তৃষ্ণা রাণী ১টি গোল করে। ময়মনসিংহের রিমি একটি গোল পরিশোধ করে।
সোহাগ//জুন ০৫,২০২৪//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post