গোফরান পলাশ, কলাপাড়া:
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার ৩২ হাজার ২৩৯ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারসের প্রতিকে অ্যাডভোকেট মোঃ শামীম আল সাইফুল সোহাগ পেয়েছেন ২১ হাজার ১৫৮ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে অধ্যাপক ইউসুফ আলী ৪৬ হাজার ৬৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ইব্রাহিম খলিল বই প্রতীক নিয়ে পেয়েছেন ৯ হাজার ৪৩৬ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলাই মেশিন প্রতীকে শাহিনা পারভীন সীমা ৩১ হাজার ৭২৩ ভোটে পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজমুন নাহার মলি কলস প্রতীক নিয়ে পেয়েছেন ২৩ হাজার ৪৯১ ভোট। সহকারী রিটার্নিং অফিসার ও কলাপাড়া উপজেলা নির্বাচন অফিসার মোঃ মোস্তফা কামাল প্রাথমিকভাবে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটে বিজয়ী নবনির্বাচিত জনপ্রতিনিধিদের অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সাংসদ ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান এমপি।
সোহাগ//দৈনিক দেশতথ্য//জুন ০৫,২০২৪//
প্রিন্ট করুন
Discussion about this post