শেখ সুদীপ্ত শাহীন, লালমনিরহাট থেকে:
জেলার হাতীবান্ধায় পঞ্চম পর্যায়ে ২০১টি পরিবার পাচ্ছেন জমির দলিল সহ ঘর।
১১ জুন ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমি ও ঘর হস্তান্তর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। “আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার “এ শ্লোগানকে সামনে রেখে ভূমিহীন পরিবারের জন্য এই “স্বপ্নের নীড়” নির্মান করা হয়েছে।
গতকাল শনিবার (৮ জুন) বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা কনফারেন্স কক্ষে ইউএনও আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিন্ত করেন। সঙ্গে ছিলেন পিআইও মাইদুল ইসলাম শাহ্। ইউএনও আতিকুল ইসলাম
এসময় জানান, “বাংলাদেশের একটি মানুষ ও গৃহহীন থাকবেনা।” প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নে হাতীবান্ধা উপজেলা প্রশাসন ১ম পর্যায়ে ৪২৮টি, ২য় পর্যায়ে ৩০০টি, ৩য় পর্যায়ে ২১০টি, ৪র্থ পর্যায়ে ২৬৭টি সহ মোট ১২০৫ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ইতোমধ্যে পূর্ণবাসন করা হয়েছে। এর মাধ্যমে হাতীবান্ধা উপজেলায় তালিকাভুক্ত ১৩৩৬টি গৃহহীন পরিবারকে পূর্ণবাসন করা হবে।
উল্লেখ, জেলার হাতীবান্ধায় পঞ্চম পর্যায়ে উপজেলা প্রশাসন ১৩১টি নতুন ভাবে জমিও ঘর হস্তান্তর করবেন। এছাড়াও সেনাবাহিনীর মাধ্যমে ২টি জরাজীর্ণ ব্যারাক নতুন ভাবে সংস্কার করে ৭০টি পরিবার কে পূর্ণাবাসন করা হবে। মোট ২০১টি পরিবার পাচ্ছেন জমির দলিল।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post