ফজলুল হক, কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, মহাসড়কে ফিটনেস বিহীন ও মেয়াদ উত্তীর্ণ যানবাহন চলাচল করবে না। কোরবানীর পশু এবং হাটের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনগনের ঈদযাত্রা সস্তিদায়ক করতে আমরা আমাদের সম্বাব্য সকল চ্যালেঞ্জ মাথায় রেখে কাজ করছি।
তিনি শুক্রবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় পরিদর্শনে এসে ওই সব কথা বলেন।
তিনি বলেন, আমরা সড়ক ও পরিবহন মালিক সমিতির সহযোগীতা গ্রহন করছি।আশাকরছি আগামী দিনে ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক থাকবে। আমরা দেখছি যে সড়কে মানুষের ঢল নেমেছে। হঠাৎ করে এক সাথে অনেক মানুষ এসেছে। আমরা সবাই দায়িত্ব পালন করছি।
তিনি আরও বলেন, মহাসড়কে ফিটনেস বিহীন ও যানবাহন বের না করার জন্যে পরিবহন মালিক শ্রমিকদের প্রতি অনুরোধ জানাচ্ছি। আমরা অনুরোধ করে ক্ষান্ত হবো না যারা চালাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। মোবাইল কোর্ট রাস্তায় সচল থাকবে। তারা আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে। যাত্রী বলেন, ঝুকিপুর্ন ভাবে নিজে কোন যানবাহনে চড়বেন না।অনেকে দেখা যাচ্ছে যে ট্রাকে করে এবং বিভিন্ন যানবাহনে চড়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা কিন্ত রাস্তায় আছি। যেখানে বেশি জাম আছে সেখানে ধরছিনা। সেখানে খালি জয়গা হবে সেখানে কিন্ত আমরা ট্রাক আটকাবো। নিজে ঝুকি নিয়ে যাবেন দেখা যাবে ট্রাক উল্টে যাবে তখন কিন্ত সরকারের উপর দায়বার গড়াবে। আমরা কিন্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। কাজেই আমরা আমরা ট্রাক যেতে দেব না। জরুরী পন্যবাহী হলে ট্রাককে আমরা যেতে দিব। কেউ যদি আইন অমান্য করে তাকে আমরা যেতে দেব না। নছিমন করিমন ভটভটি ইত্যাদি পরিবহন চলাচল মহাসড়কে বন্ধ থাকবে। যাত্রী বা বাড়ীর মালিকদের উদ্দ্যেশ্যে তিনি আরো বলেন, যখন বাসা বা থেকে বের হয়ে বাড়ীর উদ্দেশ্যে রওনা দিবেন তখন বাসার সিসি টিভির ক্যামেরা সচল আছে কিনা চেক করে বের হবেন। এছাড়া বাড়ীতে পাহারা রেখে যান যাতে করে কোন অপরাধমুলক কর্মকান্ড কেউ করতে চায় তাদের সনাক্ত করা যায়।
এ সময় পুলিশ প্রধানের সঙ্গে উপস্থিত ছিলেন, পুলিশের অতিরিক্ত আইজিপি আতিকুর রহমান, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শাহাবুদ্দিন খান, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম ইসলাম,গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম, গাজীপুর জোনালের হাইওয়ে পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান,কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহাম্মেদ, নাওজোড় হাইওয়ে পুলিশের ওসি শাহাদাত হোসেন, কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম প্রমুখ।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post