মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গাবুরা ইউনিয়নে সরকার কর্তৃক বরাদ্দকৃত চলমান মেগা প্রকল্পের ৪৫০ বস্তা সিমেন্ট চুরির অভিযোগে সাইদুল আলম গাজী নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি গাবুরা ইউনিয়নের ২নং ওয়ার্ড গাবুরা এলাকায় প্রাক্তন ইউপি সদস্য কেরামত আলীর পুত্র।
রোববার (২৩ জুন) এ ঘটনায় তাকে আটক করা হয় এবং তার বাড়ি থেকে ১০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট মেগা প্রকল্পের কর্তব্যরত রহমান ইঞ্জিনিয়ারিং এর ম্যানেজার নিয়াজ মোরশেদ জানান, মেগা প্রকল্পের কাজের জন্য স্থানীয় চৌদ্দরশি হাটখোলা মাঠে রক্ষিত আড়াই হাজার বস্তা সিমেন্টের মধ্য হতে ৪শত ৫০ বস্তা সিমেন্ট চুরি হয়।
এঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে তাকে আটক করে এবং ১০০ বস্তা সিমেন্ট উদ্ধার হয়।
শ্যামনগর থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ বলেন, পুলিশ আসামীকে আটক করেছে এবং বাদ বাকি সিমেন্ট উদ্ধারের চেষ্টা অব্যহত আছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post