প্রেসবিজ্ঞপ্তি :
কুষ্টিয়া সিটি কলেজে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান গতকাল সকালে কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: আন্তাজ উদ্দীন। প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজর গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মো: মতিয়ার রহমান মজনু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন প্রফেসর জাহিদুল আমীন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইমাম মেহেদী, লেখক, গবেষক ও কর্মকর্তা, রবিন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়। উদ্বোধনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক মো: আশাদুল হক, সহকারী অধ্যপক, আইসিটি।
শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়া সিটি কলেজের পৌরনীতি ও সুশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. হাসাবুল ইসলাম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহিত কুমার বিশ্বাস, ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ড. আরজুমান্দ আরা, সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সারথী রাণী ঘোষ, ঊচ্চতর গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. রহিদুল ইসলাম। কোরআন তেলোওয়াত করেন কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো: রহিদুল ইসলাম। বিদায় অনুষ্ঠান আয়োজনে সহায়তা করায় রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়।
এবি//দৈনিক দেশতথ্য//২৫ জুন,২০২৪//
প্রিন্ট করুন
Discussion about this post