মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।। কুষ্টিয়ার মিরপুরের নিমতলা এলাকার দারুস সালাম অনলাইন মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক আমিরুল ইসলামের বিরুদ্ধে ধর্মীয় অপব্যাখ্যার অভিযোগ তুলেছেন স্থানীয় আলেম উলামারা।
গত ৩ জুন ৪ জনের নাম উল্লেখ করে পাঠানো এক লিগ্যাল নোটিশে আমিরুল ইসলাম ধর্মীয় অপব্যাখ্যা করেছে বলে অভিযোগ করেন তারা। তার এ লিগ্যাল নোটিশের প্রতিবাদের গতকাল মঙ্গলবার ২৫ জুন বিকেলে উপজেলার আমলা ইউনিয়নের চৌদুয়ার জামে মসজিদে সমবেত হন মিরপুর উপজেলার কয়েক শতাধিক আলেম উলামা। এ সময় তারা ধর্মীয় অপব্যাখাকারী আমিরুলের বিরুদ্ধে ঈমান আকিদা সংরক্ষণ কমিটি গঠন করেন। এতে মুফতি মাওলানা আব্দুল হান্নানকে সভাপতি ও মাওলানা আব্দুল লতিফকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন।
ঈমান আকিদা সংরক্ষণ কমিটির সভাপতি মাওলানা মুফতি আব্দুল হান্নান বলেন উপজেলার আমলা ইউনিয়নের অঞ্জনগাছি গ্রামের আমিরুল ইসলাম নিমতলা এলাকায় দারুস সালাম অনলাইন মডেল স্কুল নামে একটি স্কুল খুলেছেন।সেই স্কুলের ছাত্র ও অভিভাবকদের মাঝে সুকৌশলে ধর্মীয় বিভিন্ন বিষয়ে অপব্যাখ্যা করে ও ফেসবুকে কোরান শরীফ খুলে পাঠ করে ভুল-ভাল অর্থ তৈরি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছেন। অথচ তিনি নিজেই শুদ্ধ করে কুরআন পড়তে পারেন না। তিনি আরো বলেন আমিরুল কুরআন মানেন কিন্তু হাদিস মানেননা। তিনি নামাজ ২/৩ ওয়াক্ত বলে প্রচার করেন।এমনিভাবে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবিধ ধর্মীয় বিষয়ে অপব্যাখ্যায় লিপ্ত আছেন। এসব কারনে ইতিপূর্বে তিনি বেশ কয়েকবার গ্রেফতার হয়ে জেলও খেটেছেন। এমনকি গত ৩ জুন স্থানীয় কয়েকজন ব্যক্তি ও আলেম ওলামার নামে ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন,যা অত্যন্ত ধৃষ্টতাপূর্ণ কাজ বলে মনে হয়েছে। তাই ইসলাম ও ঈমান আকিদা সংরক্ষণ করার স্বার্থে এ কমিটি গঠন করা হলো।
এবি//দৈনিক দেশতথ্য//২৫ জুন,২০২৪//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post