রোকাইয়া তিথি, জবি প্রতিনিধি:অর্থ মন্ত্রণালয়ের জারি করা পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার এবং সর্বজনীন পেনশন স্কিম থেকে বিশ্ববিদ্যালয়গুলোকে আওতামুক্ত রাখার দাবিতে পূর্ণদিবস কর্মবিরতিতে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ।
শনিবার ২৮ জুন ২০২৪ বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক। এ বিষয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তন এর বিষয়ে কার্যকর কোন উদ্যোগ গ্রহণ না করায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন কর্তৃক ঘোষিত কর্মসূচির আলোকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আগামী ৩০ জুন ২০২৪ তারিখ রোজ রবিবার সকাল ৮:৩০টা
থেকে ৩.৩০টা পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি পালন করবে। এসময় দুপুর ১২:০০টা থেকে দুপুর ১:০০টা পর্যন্ত ভাষা শহীদ রফিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। উল্লেখ্য, চলমান পরীক্ষাসমূহ কর্মসূচির আওতামুক্ত থাকবে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সভাপতি ও সহায়ক কর্মচারী সমিতির সভাপতি আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, অভিন্ন নীতিমালা বাতিল ও সর্বজনীন পেনশন স্কিম থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে আওতামুক্ত রাখার দাবিতে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন ও সহায়ক কর্মচারী কল্যাণ ফেডারেশন আগামী ৩০ জুন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি ও প্রতিবাদ সভা ঘোষণা করেছে।
তারই পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতি ও সহায়ক কর্মচারী কল্যাণ সমিতি কর্মবিরতি ও প্রতিবাদ সভার সিদ্ধান্ত নিয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post