হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া):কুষ্টিয়ার দৌলতপুর সাব রেজিস্ট্রি অফিসে অতিরিক্ত ফি ছাড়াই হচ্ছে দলিল রেজিস্ট্রি।
বুধবার সাব রেজিস্টার অফিসে প্রায় শতাধিক দলিল রেজিস্ট্রি হয়েছে। দীর্ঘদিন থেকে বিগত সরকারের কর্মী সমর্থকরা সহ কিছু সংখ্যক দলিল লেখক দুর-দূরান্ত থেকে আগত ভুক্তভোগী জমি ক্রেতা বিক্রেতাদের নিকট থেকে সরকারি ফি ছাড়াও দলিল প্রতি ৩৫০০ (তিন হাজার পাঁচশত) টাকা চাঁদা আদায় করে আসছিল। দলিল প্রতি সরকারি ফি ছাড়াও বিভিন্ন খাতে চাঁদা আদায় করতো যেমন ভোটার আইডি কার্ডে নামে কোন রকম ভুল ত্রুটি দেখিয়ে জন প্রতি ৫ থেকে ১০ হাজার টাকা অতিরিক্ত চাঁদা নিয়ে রেজিস্ট্রি করা হতো।
দৌলতপুরের সাবেক এমপি দৌলতপুর থানা বিএনপির সভাপতি আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লার নির্দেশে বুধবার অফিস খুললে এ অফিসের সরকারি নির্ধারিত ফি ছাড়া কোন টাকা বাড়তি চাঁদা নেওয়া হয়নি বলে জানা গেছে,এজন্য জনমনে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন অনেকেই।
এদিকে দৌলতপুর সাব রেজিস্টার মো. মাহফুজ রানার জানান তিনি থাকাকালে কাউকে অবৈধ পন্থায় চাঁদাবাজি করার সুযোগ দেওয়া হবে না। জনসাধারণ কে যথাযথভাবে সেবা প্রদান করা হবে বলেও তিনি জানান।
দেশতথ্য//এইচ//

Discussion about this post