হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতাঃ হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নে দুর্বৃত্তের দেয়া আগুনে একটি সুপার শপ পুড়ে ছাই হয়ে গেছে।
রবিবার (১১ আগস্ট) সকালে হাটহাজারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নান এ প্রতিবেদককে অগ্নিকান্ডের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ১০নং উত্তর মাদার্শা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডস্থ লাল মোহাম্মদ চৌধুরী পাড়ার নাঈম সুপার সপ নামক ব্যবসা প্রতিষ্ঠানটিতে হঠাৎ দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিলে দ্রুত আগুলের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে।
এসময় স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিযন্ত্রণের চেস্টা চালিয়ে ব্যর্থ হয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিযন্ত্রণে আনতে সক্ষম হলেও তার আগেই দোকানের সমস্ত আসবাবপত্রসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক উক্ত ইউনিয়ন ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন বাবর রবিবার সকাল এগারটার দিকে বলেন, আমি রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার হয়েছি। এ অগ্নিকান্ডের ঘটনায় তার অন্তত ১০/১২ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়ে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করবেন বলেও জানান তিনি।
এ ব্যাপারে জানতে সংশ্লিষ্ট ইউপি সদস্য এরশাদ উল্লাহর ব্যবহৃত মুঠোফোনে রিং দিলে তা বন্ধ থাকায় যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
হাটহাজারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র অফিসার আবদুল মান্নান বলেন, আগুন লাগার কারণ জানা যায়নি এবং এ ঘটনায় কোনো হতাহতের ঘটনাও ঘটেনি বলে জানান তিনি।

Discussion about this post