অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের অষ্টগ্রামে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ম্যুরাল ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে উপজেলার দেওঘর ইউনিয়ন আওয়ামী লীগ।
মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে দেওঘর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলতাফ হোসেন ও সাধারণ সম্পাদক সুজন খাঁনের নেতৃত্বে এ মানববন্ধন ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।
তারা দেওঘর ইউনিয়ন আওয়ামী লীগ অফিসের সামনে মানববন্ধন করে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ ব্রীজের কাছে এসে শেষ করে।
এসময় দেওঘর ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, সাবেক চেয়ারম্যান ইব্রাহিম মিয়াসহ দেওঘর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ছাত্র জনতার একদফা দাবীর মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে গত ৮ আগস্ট বিক্ষুদ্ধ জনতা রাষ্ট্রপতি আবদুল হামিদ ব্রীজ সংলগ্ন সাবেক রাষ্ট্রপতির ম্যুরালটি ভাংচুর করে।

Discussion about this post