মেহেরপুর প্রতিনিধি: ভারত সরকার কর্তৃক অবৈধ বাঁধ দিয়ে বাংলাদেশকে কৃত্রিম বন্যার দিকে ঠেলে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুরের ছাত্রসমাজ।
মিছিলটি মেহেরপুর শহরের শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যান থেকে শুরু করে বড়বাজার প্রদক্ষিণ করে পুনরায় উদ্যানে এসে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন ছাত্র নেতারা। এসময় তারা বলেন, ভারত ইচ্ছা করে আমাদের বিপদে ফেলার জন্য বাঁধ খুলে দিয়েছে। অথচ যখন আমাদের পানি দরকার তখন তাঁরা বাঁধ দিয়ে রাখে। আমরা এর তিব্র প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি ন্যায্য পানির বন্টন দাবি করছি।
বিক্ষোভ মিছিলে অংশ নেয়, মেহেরপুর শহরের বালিকা বিদ্যালয়, বালক বিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয়ের শতশত শিক্ষার্থী।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৪ আগষ্ট ২০২৪

Discussion about this post