নিজস্ব প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতদের স্বরণে সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল তিনটায় জেলার পাবলিক লাইব্রেরি মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র অভিবাক ও তাওহীদ জনতার উদ্যোগে আয়োজক কমিটির উপদেষ্টা অধ্যাপক রাজী উদ্দিন আহমাদ শাহীনের সভাপতিত্বে, শহর সেক্রেটারি মোহাম্মদ আজমল হক এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়েত ইসলামী যশোর অঞ্চলের টিম সদস্য সাবেক জেলা আমীর অধ্যাপক খন্দকার এ. কে. এম. আলী মুহসিন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম।
এসময় আরো বক্তব্য রাখেন জামায়েত ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, জেলা জামায়াতের সেক্রেটারী সূজা উদ্দিন জোয়াদ্দার, কেন্দ্রীয় সূরা সদস্য শাজাহান আলী মোল্লা, জেলা সহকারী সেক্রেটারি খাইরুল ইসলাম রবিন, জেলা সুরা কর্মপরিষদ সদস্য হাফেজ রফিক উদ্দিন আহমদ, কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান আফজাল হুসাইস, শহর শিবির সভাপতি হাফেজ সেলিম রেজা, জেলা শিবির সভাপতি ইমরান খান প্রমূখ।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৪ আগষ্ট ২০২৪

Discussion about this post