আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি : “বৃক্ষ দিয়ে সাজাই দেশ,সমৃদ্ধ করি বাংলাদেশ ”এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও জেলা বৃক্ষমেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ আগস্ট) সকাল ১১টায় সুনামগঞ্জ সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বন বিভাগ,জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী এই বৃক্ষমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।
পরে বৃক্ষরোপণের উপর গুরুত্বারোপ করে ছাত্র জনতা ও প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা একটি র্যালি সহকারে শহর প্রদক্ষিনের পর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গিয়ে জেলা বৃক্ষমেলা উপলক্ষ্যে এক আলোচনা সভায় মিলিত হন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন,সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো.হুমায়ুন কবির,জেলা পুলিশ সুপার এম এন মোর্শেদ,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম,জেলা বন কর্মকর্তা মোহাম্মদ নাজমুল আলম,বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মাহমুদুল হক খান ও রেঞ্জ কর্মকর্তা সাদউদ্দিন আহমেদসহ স্থানীয় কর্মকর্তাবৃন্দ।

Discussion about this post