মো. নজরুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, অষ্টগ্রাম, (কিশোরগঞ্জ): অষ্টগ্রামের বাঙালপাড়া স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক হরিচরণ দাসের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ এনে তার অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
রবিবার (২৫ আগস্ট) সকালে বাঙালপাড়া স্কুল এন্ড কলেজ থেকে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সম্প্রসারিত ভবন হয়ে বাঙালপাড়া স্কুল এন্ড কলেজে এসে শেষ হয়।
মানব বন্ধন শেষে বিক্ষোভকারীরা এ প্রতিনিধিকে জানান, বাঙালপাড়া স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক হরিচরণ দাস উক্ত বিদ্যালয়ে নিয়োগ পেয়ে নিয়োগ বানিজ্য থেকে শুরু করে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে উক্ত বিদ্যালয়ে দূর্নীতির স্বর্গরাজ্য গড়ে তুলেছেন তিনি। অনতি বিলম্বে আমরা তাকে অপসারণ করার দাবী জানাচ্ছি।
এ বিষয়ে বাঙালপাড়া স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক হরিচরণ দাস এ প্রতিনিধিকে জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়। আমি যা করেছি ম্যানেজিং কমিটির পরামর্শক্রমেই করেছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার দিলশাদ জাহান এ প্রতিনিধিকে জানান, বাঙালপাড়া স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পেয়ে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ সঠিক তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Discussion about this post