মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নতুন করে স্বাধীন করা দেশে আর কোনো গুম খুন হবে না। আর কোন মায়ের বুক খালি হতে দিবো না। নতুন করে ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তাকে রক্ষা করার দায়িত্ব আমাদের।
সোমবার (২৬ আগস্ট) দুপুরে ভূঞাপুর বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা বিএনপি আয়োজিত পথ সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে আর কোনো স্বৈরশাসকের উৎপত্তি হতে দেওয়া হবে না। এতে যদি আমাদের সারাজীবন আন্দোলন করতে হয় করে যাবো। দেশের সকল গোয়েন্দা সংস্থা কে অনুরোধ করবো দেশে কোনো আয়না ঘর তৈরি হতে দেবেন না।
তিনি উপস্থিত জনতার উদ্যেশে বলেন, দেশে যারা গণহত্যা চালিয়েছে তাদের দেশের মাটিতে আর কোনো রাজনীতি করার অধিকার আছে? ফেসিবাদের বিদেশী বন্ধু দিয়ে একেক দিন একেক অংশ ঘেরাও করছে এদের প্রতিহত করতে রাজপথেই থাকতে হবে।
পথ সভায় ভূঞাপুর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে আন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় কমিটির সদস্য নাসিরুদ্দিন আহমেদ, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহিন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল ভূঞাপুর থানা বিএনপির সাধারন সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু প্রমুখ। এর আগে তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ভূঞাপুরের ঘাটান্দী গ্রামে শহীদ পলাশের বাড়ি যান এবং তার কবর জিয়ারত ও পুস্পস্তবক অর্পণ করেন। পলাশ থানা যুবদলের অন্যতম সদস্য ছিলেন, সে গত ২৯ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকার মিরপুরের ১০ নম্বর গোল চত্বরে হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে ঘটনাস্থলে নিহত হন।

Discussion about this post