কুষ্টিয়া ডেস্ক:
শহিদ পরিবার কুষ্টিয়া এর উদ্যোগে থানাপাড়া জেনোসাইড দিবস গতকাল পালিত হয়েছে। এদিন পালন উপলক্ষে শদিদ পরিবার কুষ্টিয়ার উদ্যোগে থানাপাড়া জামে মসজিদে বা’দ জোহর দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ এবং বিকেলে রোটারি ফিজিওথেরাপি সেন্টারে আয়োজন করা হয়।
স্মরণ সভায় সভাপতিত্ব করেন শহিদ পরিবার কুষ্টিয়ার আহবায়ক মোঃ শামসুজ্জামান সাদি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য-সচিব মোঃ ওবাইদুর রহমান। কুরআন তেলাওয়াত করেন আব্দুল্লাহ হারুন ফয়সল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাজি রফিকুল আলম টুকু। শহিদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন তপন কুমার বিশ্বাস ও আবু শামীম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব কুষ্টিয়ার সভাপতি রোটাঃ রুয়াইম রাব্বি, তরুণ গবেষক ইমাম মেহেদী, প্রত্যক্ষদর্শী কাবুল চৌধুরী ও আলাউদ্দিন আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য মোঃ শহিদুল ইসলাম দিপু, রোটারি ক্লাব অব কুষ্টিয়ার সেক্রেটারি রোটাঃ সাব্বির আনসারী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কুষ্টিয়া ইউনিট অফিসার সাইদ মোঃ শামীম রহমান শাহীন, আব্দুল লতিফ প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন থানাপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা শরিয়তউল্লাহ।
সম্প্রতি ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহিদ ও একাত্তরে শহিদদের জন্য দোয়া করা হয়। সভায় শহিদদের সম্মানার্থে তালিকা প্রণয়নের জন্য দাবি জানানো হয়।
উল্লেখ্য, ১৯৭১ সালে এই দিন রাতে রাজাকারদের হাতে শহরের থানাপাড়া জিকে ঘাটে ১০ জন নির্মমভাবে শহীদ হন। বিশিষ্ট ব্যবসায়ী আবদুস সবুর, শিক্ষক কামাল উদ্দীন শেখ, কিশোর নূরুল ইসলাম, ওবাইদ রহিম ও আক্কেল মোল্লা ঐদিন রাতে রাজাকারদের হাতে প্রাণ হারান। অবশিষ্ট পাঁচজনের পরিচয় আজও জানা যায়নি।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ২৮,২০২৪//
প্রিন্ট করুন
Discussion about this post