মুহাম্মদ রুমান দেওয়ান, নারায়ণগঞ্জ : বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শাহাদাৎবরণকারী নারায়ণগঞ্জের ৪০ শহীদ পরিবারের সদস্যদের সাথে জামায়াতের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে সিদ্ধিরগঞ্জের মুক্তিনগরে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি আমীরে জামায়াত ডা: শফিকুর রহমান ৪০ জন শহীদ পরিবারকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা প্রধান উপদেষ্টার সাথে বসেছিলাম। আমরা বলেছি যে পরিবারগুলো আর্থিক সহায়তার প্রয়োজন তাদের জন্য অর্থবহ সহায়তা দেয়ার। রাষ্ট্রের সকল খাতের সাথে এটাকে আপনারা সর্বাধিক অগ্রাধিকার দিবেন। আহতদের চিকিৎসা সর্বোচ্চ যেটা সম্ভব দেয়ার চেষ্টা করুন। আমরা আপনার পাশে আছি। তারা কথা দিয়েছে এটা করবেন।
তিনি আরো বলেন, সকলে বলছে এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা আমার দৃষ্টিতে এটা আমাদের তৃতীয় স্বাধীনতা। ১৯৪৭, ১৯৭১ আর ২০২৪। এই তৃতীয় স্বাধীনতার বীরদের বীরত্ব গাথা আমাদের পাঠ্যপুস্তক সহ সকল জাতীয় গুরুত্বপূর্ণ জায়গায় স্থান করে দিতে হবে। এটা তাদের পরিবায়ের চাহিদা নয় এটা আগামী প্রজন্মের চাহিদা। আগামী প্রজন্ম জানবে যে আমাদের আগের তরুণরা, যুবকরা এদেশের মানুষরা হকের পক্ষে বুক টান করে দাঁড়িয়ে ছিল। তারা বলেছিল বুকের ভিতর তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর। আমরা আমাদের জাতির জন্য বুক পেতে লড়াই করব যদি একটা জাতি সেরকম দাঁড়াইয়া যায় কোন স্বৈরাচার সেখানে মাথা তুলে দাঁড়াতে পারবে না।
কেন্দ্রীয় ও কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মুহাম্মদ আব্দুল জব্বার এর সভাপতিত্বে এবং সেক্রেটারি জাহিদুল ইসলাম এর পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সাইফুল আলম খান মিলন কেন্দ্রীয় নির্বাহীপরিষদ সদস্য,মাওলানা মঈন উদ্দিন আহমদ কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য,প্রিন্সিপাল ডাক্তার মোহাম্মদ ইকবাল হুসাইন ভূঁইয়া ইসলামিক এডুকেশন সোসাইটির কেন্দ্রীয় পরিচালক,মাওলানা আব্দুল কাইয়ুম নায়েবে আমির নারায়ণগঞ্জ মহানগরী জামায়তসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Discussion about this post