নিজস্ব প্রতিবেদক \ কুষ্টিয়ার মিরপুরে পৌর বিএনপি’র উদ্যোগে বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রোববার (০১ সেপ্টেম্বর) সকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের শুভ উদ্বোধন করা হয়। পরবর্তীতে বিকেল ৫টায় বিএনপি’র দলীয় কার্যালয়ে পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক এনামুল হক বাবু, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক ইব্রাহিম আলী, উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মারফত আফ্রিদী, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন, পৌর বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক আলতাব হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা রফিকুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক সংগ্রাম খান জিল্লু, যুগ্ম আহবায়ক নারিুজ্জামান রানা, ছাত্রনেতা মিলন মন্ডল, নাসিম মন্ডলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীতে পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রশিদ বলেন, বন্যার কারণে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর ৫ দিনের কর্মসূচি কমিয়ে শুধু প্রতিষ্ঠা বার্ষিকীর দিন (১ সেপ্টেম্বর) অনাড়ম্বরভাবে পালন করা হচ্ছে।
তিনি আরো বলেন, দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর এবারের কর্মসূচির মধ্যে রয়েছে, দলের উপজেলা কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও দলের প্রতিষ্ঠাতা ও স্বধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বন্যাদুর্গত অসহায় মানুষের কষ্ট লাঘবে এবং সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এদিকে উপজেলার ১৩টি ইউনিয়নে আলাদা আলাদা ভাবে ইউনিয়ন বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১ সেপ্টেম্বর ২০২৪

Discussion about this post