হেলাল উদ্দিন, দৌলতপুর(কুষ্টিয়া):কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়ন বিএনপির আয়োজন শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৫ টায় রিফাইতপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দৌলতপুর উপজেলা ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক, হাজী আবিদ হাসান মন্টি সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত শান্তি সমাবেশে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার সাধারণ জনগন সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে যোগ দেয়।
সমাবেশে আগামী ২০ তারিখে বিএনপি অনুষ্ঠিত সমাবেশে ঢাকা মহানগর যুবদল দক্ষিণের আহ্বায়ক দৌলতপুরের কৃতি সন্তান শরিফ উদ্দিন জুয়েলের আগমনের বার্তা দেন বিএনপি নেতারা।
এসময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম নান্নু,দৌলতপুর কৃষক দলের সদস্য সচিব সুরায়া আক্তার কাজলি সহ রিফায়েতপুর ইউনিয়ন বিএনপি, যুবদল,ছাত্র দল সহ অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
শান্তি সমাবেশে আবিদ হাসান মন্টি সরকার বলেন,আমরা চাই সকলকে নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতে। বিএনপি একটি শান্তিপূর্ণ দল।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল বলেন,দৌলতপুর উপজেলা বিএনপি হবে দৌলতপুরের গণমানুষের দল। যেখানে সকল শ্রেনী পেশার মানুষ শান্তিপাবে।
দৌলতপুরে কিছু মানুষ বিএনপির নাম ব্যবহার করে ইতিমধ্যে দৌলতপুরে বিভিন্ন অপকর্ম করছে। আমরা চাই সকল মানুষের পাশে থাকতে কারন বিএনপি একটি শান্তি প্রিয়দল। এসময় তিনি আগামী দিনে বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশ পরিচালনা সুযোগ দিতে আহ্বান জনান।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১২ সেপ্টেম্বর ২০২৪
প্রিন্ট করুন
Discussion about this post