এম আনোয়ার হোসেন নিশি, কুষ্টিয়া:
মিরপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের ওয়াপদা মসজিদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হয়রত মুহাম্মদ (সাঃ)’র আত্মজীবনী নিয়ে বিশেষ আলোচনা করা হয়েছে । (সাঃ)’র ক্ষমার উপর সংক্ষিপ্ত আলোচনা করেন কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক হযরত মাওলানা মোহাঃ আবুল হাসেম।
এ সময় সংক্ষিপ্ত আলোচনা করেন মিরপুর পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা মোঃ ওমর ফারুক, মিরপুর মাদরাসার প্রভাষক হামিদুল ইসলাম, প্রভাষক রবিউল আওয়াল ওরফে আব্দুল আওয়াল, হামিদুল হক, আমজাদ হোসেন প্রমুখ।
ইসলামী সঙ্গীত পরিবেশন করেন প্রত্যয় সংস্কৃতিক জোটের সঙ্গীত পরিচালক মোঃ জাকারিয়া মুজাহিদ ও তার সদস্যবৃন্দ। এ সময় রাসুলুল্লাহ (সাঃ) আত্ম জীবনীর উপর সংক্ষিপ্ত ভাবে আলোচনা করেন। এবং এশার সালাতে শেষে দোয়া মোনাজত করেন।
এবি//দৈনিক দেশতথ্য //১৬সেপ্টেম্বর, ২০২৪//
প্রিন্ট করুন
Discussion about this post