গোলাপগঞ্জ প্রতিনিধি: তিন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি সালেহ আহমদ (৪৫)কে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে তাহার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সালেহ আহমদ উপজেলার বসন্তপুর গ্রামের ইছরাব আলীর পুত্র।
শুক্রবার গোলাপগঞ্জ মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ আব্দুন নাসের এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তার সালেহ আহমদ কোতায়ালী জিআর-৩৩৭/১৪, গোলাপগঞ্জ মডেল থানা মামলা নং- ১০, তারিখ- ১৮/০৪/১৮ইং এবং মামলা নং- ১৪, তারিখ- ২৬/০২/২৪ইং এই তিনটি মামলার আসামী। এর মধ্যে তিন মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

Discussion about this post