নিজস্ব প্রতিনিধি, যশোর: যশোরের অভয়নগরে মতিয়ার রহমান বিশ্বাস (৪৫) নামের একজন ঘাট শ্রমিকে হত্যা করেছে দূর্বৃত্তরা। এসময় অপর দুজনকে কুপিয়ে জখম করেছে।
ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাতে নওয়াপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডের মশরহাটী গ্রামের ভৈরব ব্রিজ সংলগ্ন এলাকায়। আহতরা হলেন, একই গ্রামের হালিম (৩৪) ও লিটন (৩৮)।
এলাকাবাসী সুত্রে জানা যায়, গভীর রাতে মশরহাটি শেখপাড়া জামে মসজিদের মাইক থেকে এলাকায় ডাকাত পড়েছে বলে ঘোষণা দেওয়া হয়। এরপর রাত সাড়ে ১২টার দিকে একদল দূর্বৃত্ত ভৈরব ব্রীজ সংলগ্ন চায়ের দোকানে আসে। এসময় চায়ের দোকানে বসে থাকা মতিয়ার রহমান, মনিরুল ইসলাম, হালিম ও লিটনের উপর হামলা করা হয়। একপর্যায়ে তারা দৌড়ে পালানোর সময় পাশ্ববর্তী একটি বাড়ির উঠানে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রাখে দুবৃত্তরা। পরে লিটন ও আঃ হালিমের বাড়িতে ভাংচুর চালিয়ে পালিয়ে যায় তারা। পরে বাড়ির লোকজনের আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আহতদেরকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে মতিয়ার বিশ্বাসকে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। মারাত্মক জখম অবস্থায় অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম বলেন, রাতে মশরহাটি এলাকায় ৩ জনকে কুপিয়ে জখম করে ফেলে রেখে যাওয়ার খবর পায় এবং তাৎক্ষনিক সেখানে পুলিশ পাঠায়।

Discussion about this post