আন্তর্জাতিক প্রতিবেদক:
ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরের রামাল্লা শহরে আল জাজিরার কার্যালয়ে ইসরাইলি সেনারা অভিযান চালিয়ে কার্যালয় দেড় মাস বন্ধের নির্দেশ দিয়েছে। খবর :আল জাজিরা।
আল জাজিরার খবরে বলা হয়, প্রাথমিকভাবে ৪৫ দিনের জন্য কার্যালয় বন্ধের নির্দেশ দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। ভারী সশস্ত্র এবং মুখোশধারী ইসরাইলি সৈন্যরা জোরপূর্বক কার্যালয়ে প্রবেশ করে রোববার ভোরে আল জাজিরার পশ্চিম তীরের ব্যুরো প্রধান ওয়ালিদ আল-ওমারির বন্ধের নির্দেশ হস্তান্তর করেছে। তবে কেন আল জাজিরার ওই কার্যালয়টি বন্ধ করা হচ্ছে এ বিষয়ে কোনো কারণ জানায়নি ইসরাইল।
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় অবস্থিত আল-জাজিরা টিভির ব্যুরো অফিসে তল্লাশি চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। একই সঙ্গে আগামী ৪৫ দিন অফিস বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তারা। অভিযানে ইসরায়েলি সৈন্যরা সেখানকার স্টাফ সদস্যদের ১০ মিনিটের মধ্যে সরে যেতে এবং যে কোনও সরঞ্জাম রেখে যেতে বলেছে।
ভারী অস্ত্রে সজ্জিত, মুখোশধারী ইসরায়েলি সৈন্যরা বিল্ডিংয়ে প্রবেশ করেছিল এবং নেটওয়ার্কের ওয়ালিদ আল-ওমারিকে অর্ডারটি দিয়েছিল। তারা এই সিদ্ধান্তের কারণ জানাননি।
আল জাজিরা আরবি কথোপকথনটি সরাসরি সম্প্রচার করার সময় একজন সৈনিক আল-ওমারিকে বলেছিলেন, “আল জাজিরাকে ৪৫ দিনের জন্য বন্ধ করার জন্য আদালতের রায় রয়েছে।””আমি আপনাকে এই মুহুর্তে সমস্ত ক্যামেরা নিতে এবং অফিস ছেড়ে যেতে বলছি।”
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের অধিকৃত গাজায় ইসরায়েলি হামলার পর গাজাবাসীর আওয়াজ হয়ে উঠেছে আল জাজিরা। ইসরায়েলে আল জাজিরার অফিস বন্ধ করে দেওয়ার পর বিশ্ববাসীর কাছে তাদের অত্যাচার তুলে ধরতো আল জাজিরার রামাল্লা অফিস। তবে এবার কোন কারণ ছাড়াই বন্ধ করে দেওয়া হলো ফিলিস্তিনিদের আওয়াজ।
গাজা যুদ্ধের আগে থেকেই ফিলিস্তিনিদের পক্ষে আওয়াজ ছিলো এই আল জাজিরা। তবে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রতিদিনই আল জাজিরার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে নেতানিয়াহু সরকার।

Discussion about this post