সেলিম আহামেদ তাক্কু ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ১১ ইউনিয়নের মধ্যে ৮ টি ইউনিয়নে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ১৩ জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। সোমবার এই প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নেন। সন্ধ্যা সাড়ে ৬ টায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা শিরিনা আক্তার বানু । উপজেলা নির্বাচন অফিসের দেয়া তথ্য মতে, চতুর্থ ধাপের অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে আগামী ২৬ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আজ প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে কয়া ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাসেল হোসেন আরজু,জাতীয় সমাজতান্ত্রিক দলের ইসমাইল হোসেন, জগন্নাথপুর ইউনিয়নের ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেহেদী, নন্দলালপুর ইউনিয়নে বিএনপির আবুল কালাম,চাপড়া ইউনিয়নে সাইদুল ইসলাম সাবদুল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, ইউনিয়ন যুবলীগের সভাপতি খায়রুল ইসলাম খোকন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাহাত হোসেন, বাগুলাট ইউনিয়নে বুলবুল আহমেদ সাগর, যদুবয়রা ইউনিয়নে বিএনপির ইউছুপ আলী মোল্লা, পান্টি ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমন, জাকের পার্টির আশরাফুল, এবং চরসাদিপুর ইউনিয়নে শরিফুল ইসলাম তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।

Discussion about this post