প্রেস বিজ্ঞপ্তি
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া এবং র্যাব-১, সিপিএসসি পোড়াবাড়ী ক্যাম্প এর যৌথ আভিযানে গত ২২ সেপ্টেম্বর বিকালে র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় কুষ্টিয়ার শীর্ষ সন্ত্রাসী জেড এম সম্রাট (৩৭), পিতা-আমিরুল ইসলাম @ বাবলু জোয়ার্দ্দার, সাং-কমলাপুর, থানা-কুষ্টিয়া সদর, জেলা-কুষ্টিয়াকে জিএমপি, গাজীপুর বাসন থানাধীন ভোগড়া বাইপাস মোড় এলাকা হতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি জেড এম সম্রাটের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, মারামারি এবং চাঁদাবাজির মামলা সহ সর্বমোট ১১টি মামলা চলমান রয়েছে। সর্বশেষ কুষ্টিয়ায় শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের প্রেক্ষিতে কুষ্টিয়া সদর থানায় দায়েরকৃত ০২টি হত্যা মামলার এজাহার নামীয় আসামি হিসেবে সে পলাতক ছিল। যার মামলা নং-১৭, তারিখ ১৯/০৮/২০২৪ এবং মামলা নং-২১, তারিখ ২০/০৮/২০২৪, ধারা-১৪৩/৩০২/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
টি//দৈনিক দেশতথ্য//২৩ সেপ্টম্বর,২০২৪//

Discussion about this post