শাহ্ জামাল, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
আন্তর্জাতিক খ্যাতি সর্ম্পন্ন মুফাসসিরে কোরআন কোরআন, ইসলামী বক্তা আল্লামা তারেক মনোয়ার বলেছেন, ১৬ বছর ধরে যারা লুটপাট করেছে, তারা এখন কোথায় ? তারা তো পালিয়ে গেছে। অনেকেই জনগন আটক করে বিচারের মুখোমুখি করেছে। এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তিনি বলেন, এখন বিএনপি ব্যাস্ত লুটপাট করতে। ১৬ বছর তো বিএনপির খবর ছিল না। এখন সুযোগ বুঝে ক্ষমতার অপব্যবহার করছে। এর থেকে বেরিয়ে আসতে না পারলে বাংলাদেশের জনগনই তাদের কে আস্তাকুড়ে নিক্ষেপ করবে। আল্লামা তারেক মনোয়ার বলেন, পবিত্র কোরআনে আল্লাহপাক বলেছেন, আমাদের সব সময় হকের পথে, নেকের পথে থাকতে হবে। পৃথিবী যে দিকে যাই যাক, আমি যেন নেককার হয়ে হকের পথে থাকতে পারি। প্রত্যেক অপরাধীর জন্যই আল্লাহপাকের পক্ষ থেকে হুশিয়ারী রয়েছে।
তিনি রবিবার রাতে ভেড়ামারার বামনপাড়া রিয়াজুল জান্নাত মহিলা মাদ্রাসার আয়োজনে সরকারী কলেজ মাঠে বিশাল ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান তাফসীরকারক’র বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
কুষ্টিয়া আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ও ভেড়ামারা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ড. নূরুল আমীন জসিম’র সভাপতিত্বে অনুষ্টিত মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন, জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম। প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমীর, মিরপুরপ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মজলুম জননেতা আব্দুল গফুর। আলোচনায় অংশ নেন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন’র কেন্দ্রীয় সদস্য আব্দুল কাদের জিলানী, রিয়াজুল জান্নাত মহিলা মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা নাহিদুল ইসলাম যুক্তিবাদী।
টি//দৈনিক দেশতথ্য//২৩ সেপ্টম্বর,২০২৪//

Discussion about this post