কুষ্টিয়া প্রতিনিধি॥ ২৩ সেপ্টেম্বর, ২০২৪॥
‘গাছ নিধন বন্ধ করো, সবুজায়িত জীবন গড়ো’ এই মূল মন্ত্রের শ্লোগানকে ধারণ করে কুষ্টিয়ায় সাংস্কৃতিক কর্মীদের উদ্যোগে বৃক্ষ রোপন ও সবুজায়ন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার সকালে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে শুরু করে ইসলামী বিশ^বিদ্যালয়, কুষ্টিয়া সরকারী কলেজ ও জিলা স্কুল চত্বরে প্রায় দুই শতাধিক শিমুল পলাশসহ বিভিন্ন প্রজাতিক বৃক্ষ রোপন করা হয়। কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয়ের অধ্যাপক সরওয়ার মুর্শেদ এর নেতৃত্বে এই বৃক্ষ রোপন কর্মসূচীতে সাংস্কৃতিক কর্মীরা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী অংশ গ্রহন করেন। এমসয় অধ্যাপক সওরয়ার মুর্শেদ বলেন, নির্বিচারে বৃক্ষ নিধনের মতো আত্মঘাতি আগ্রাসন রুখে প্রাণ চঞ্চল সভ্যতা রক্ষায় বৃক্ষ রোপন ও সবুজায়নের কোন বিকল্প নেই। এসময় সেখানে উপস্থিত ছিলেন আসমা আনসারী মিরু, কনক চৌধুরী, শিশিত বিশ^াস, মাহবুবুর রহমান, আকাশ চক্রবর্তী, কালচারাল অফিসার সুজন রহমান প্রমুখ।
টি//দৈনিক দেশতথ্য//২৩ সেপ্টম্বর,২০২৪//

Discussion about this post