সিলেট অফিসঃ‘পর্যটন শান্তির সোপান’ এই স্লোগানে সিলেটে বিশ্ব পর্যটন দিবস ২০২৪ পালিত হয়েছে।
পর্যটন দিবস উপলক্ষে শুক্রবার সকালে সিলেট জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে নগরীর কোর্ট পয়েন্ট শহিদ সাংবাদিক এটিএম তুরাব চত্তর প্রদক্ষিন করে ডিসি অফিসে এসে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসক হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মোবারক হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ট্যুরিস্ট পুলিশ সিলেট রিওজনের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, বাংলাদেশ পর্যটন করপোরেশন সিলেট ইউনিটের ব্যবস্থাপক আব্দুল ওয়াহেদ।
বক্তব্য রাখেন- সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পর্যটন সাব কমিটির চেয়ারম্যান হুমায়ুন কবির লিটন, সিলেট হোটেল এন্ড গেস্ট হাউজ ওনার এসোসিয়েশনের সাবেক সভাপতি আতাউর রহমান, আটাব সিলেট জোনের সাধারণ সম্পাদক দেওয়ান রুসো চৌধুরী, সিলেট ট্যুরিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাদি, শাহজালাল ট্যুরিস্ট সোসাইটির সভাপতি আব্দুল ওয়াদুদ, সাংবাদিক এম রহমান ফারুক, রোটারিয়ান এনামুল হক।
উপস্থিত ছিলেন- সিলেট ট্যুরিজম ক্লাবের যুগ্ম সম্পাদক রোটারিয়ান মনিরুল ইসলাম, সদস্য শাহাজান খান স্বাদ, মাছুম জায়গীরদার, আটাব সিলেট জোনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির প্রমুখ।
এসময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী এবং পর্যটন শিল্পের অংশীজনরা উপস্থিত ছিলেন।

Discussion about this post