নিজস্ব প্রতিবেদক ,গাজীপুর :জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ১৯-২০ সেশনের পরীক্ষা না নিয়ে অটোপাসের দাবিতে ভিসি
অফিস ঘেরাও করেছে শিক্ষার্থী। রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১ টায় প্রথমে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করে।
পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অফিস ঘেরাও করেছে শিক্ষার্থীরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ১৯-২০ সেশনের শিক্ষার্থীরা ডিগ্রি বৈষম্য নিরসন আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালন করেন। তাদের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আশপাশ ও দেশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। ডিগ্রি শিক্ষার্থীদের হয়রানি ও বৈষম্য নিরসনের লক্ষ্যে এবং ডিগ্রী প্রথম ও দ্বিতীয় বর্ষের ফলাফলের ভিত্তিতে তৃতীয় বর্ষের চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে হবে। ডিগ্রী কোর্স সর্বোচ্চ ৩ বছরের মধ্যে শেষ করার কথা থাকলেও ফাইনাল পরীক্ষার চূড়ান্ত ধাপ এখনো শেষ হয়নি।
আন্দোলনরত শিক্ষার্থী আসিফ মাহমুদ জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি এস এম আমান উল্লাহ স্যার আমাদের সাথে কথা বলেছেন। তিনি আমাদের দাবির সাথে একমত প্রকাশ করেছেন। তবে স্যার আমাদেরকে বলেছেন, অটো পাশের বিষয়টি স্যারের হাতে নেই। এটা মন্ত্রণালয় ও শিক্ষা সচিব এর সিদ্ধান্তের বিষয়।
নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা বলেন, ডিগ্রিতে অটোপাসের ১ দফা দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছে। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি শাখার দায়িত্বে যিনি আছেন তাঁর সাথে কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি শাখার কর্মকর্তা এরশাদ মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ডিগ্রিতে আড়াই লাখ শিক্ষার্থী রয়েছে। তাদের অটো পাশের দাবি দীর্ঘ দিনের।তাদের দাবির প্রেক্ষিতে ভিসি সাহেব শিক্ষা সচিব এর সাথে কথা বলেছেন। শিক্ষা সচিব সহ উর্ধতন কর্তৃপক্ষ অটো পাশের বিষয়টি নাকচ করে দিয়েছেন। কারণ এটা করলে শিক্ষা ব্যবস্থা ধংস হবে এবং অন্যান্যরাও এমন দাবি করতে পারে। ইতিমধ্যেই গতকাল পরীক্ষার রুটিন দিয়ে দেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব পরীক্ষা নিয়ে রেজাল্ট দিয়ে দেওয়া হবে, তিনি বলেন।

Discussion about this post